চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশ ও সংশোধনের দাবিতে একদল শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে। বুধবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। তাদের দুইটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে।
বিকেল ৩টার দিকে ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। পরবর্তীতে
তারা সচিবালয়ের ৬ নাম্বার ভবনের সামনে বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই," "উই ওয়ান্ট জাস্টিস," "মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই," এবং "তুমি কে আমি কে ছাত্র-ছাত্রী" ইত্যাদি স্লোগান দেয়।বিক্ষোভ চলাকালে সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান।
অনেক শিক্ষার্থী জানায়, তারা সমতার ভিত্তিতে ফলাফল চায়। তাদের অভিযোগ, বোর্ড থেকে কোনো কোনো শিক্ষার্থীকে ভালো ফলাফল দেওয়া হয়েছে, আবার অন্যদের কম। অথচ তারা ভালো পরীক্ষা দিয়েছে। তারা দ্রুত ফলাফল বাতিল করে পুনঃমূল্যায়ন করার দাবি জানায়।
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫