দুবাইতে আগামী রোববার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের তিন দিন আগে, গতকাল বৃহস্পতিবার, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।
এই টুর্নামেন্টের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার পল রাইফেল। ইলিংওয়ার্থ এ নিয়ে টানা তৃতীয়
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন।তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।
দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ। পরদিন লাহোরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনালে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল।
ইলিংওয়ার্থ এবং রাইফেল দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার। ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫