Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

সৌদি লিগের মৌসুমসেরা একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ
১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

সৌদি প্রো লিগের মৌসুম সেরা একাদশ ঘোষণা করেছে লিগ কর্তৃপক্ষ। সেরা একাদশে আছেন আল নাসরের দুই ফুটবলার। তবে সেখানে জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

রোনালদোর জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় ওডিওন ইঘালোর। ৩৩ বছর বয়সী ইঘালো খেলেন আল হিলাল ক্লাবে। মৌসুমসেরা একাদশে সর্বোচ্চ ৫ খেলোয়াড় আল ইত্তিহাদের।

ইউরোপীয় ক্লাব ফুটবলের মতো

সৌদি প্রো লিগও শুরু হয়েছিল গত বছরের আগস্টে। রোনালদো আল নাসরে যোগ দেন চলতি বছরের শুরুতে। লিগে প্রথম ম্যাচ খেলেন ২২ জানুয়ারিতে। দেরিতে যোগ দেওয়ার কারণেই মৌসুমে ৩০ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৬টিতে।

লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। তবুও প্রো লিগের মৌসুমসেরা একাদশে জায়গা হয়নি তার। একাদশে তিন স্ট্রাইকারের জায়গায় নাম রয়েছে লেফটে ফিরাস আল বুরাইকান, মূল ফরোয়ার্ড হিসেবে ওডিওন ইঘালো এবং রাইটে মুরাদ বাতনার। ইঘালো আল-হিলালের এবং বাকি দুই ফরোয়ার্ড খেলেন আল-ফাতেহ ক্লাবে।

১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন