নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় আবুল হাসেম মাঝি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে সংঘর্ষ থামাতে গিয়ে তিনি নিহত হন।
নিহত হাসেম মাঝি বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আলী আজমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের হানিফের ছেলে হোসেন ও
হামলাকারীরা লোহার রড দিয়ে হাশেম মাঝিকে এলোপাতাড়ি পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে। তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় প্রতিপক্ষের হামলায় ফয়েজ উদ্দিন নামের অন্য একজন গুরুতর আহত হলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাতিয়া থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫