কুমিল্লার মেঘনায় নিখোঁজ হওয়া এক কিশোরীকে পটুয়াখালী জেলার এক যৌনপল্লী থেকে উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার মেঘনা থানা ও পটুয়াখালী জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর বাবা গত রোববার মেঘনা থানায় তার মেয়ে নিখোঁজ উল্লেখ করে জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন গত ১৯ নভেম্বর বিকেলে
অভিযোগ পাওয়ার পর মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি আমলে নিয়ে উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেনকে তদন্তের দায়িত্ব দেন।
তদন্তে জানা যায়, ভুক্তভোগীদের গ্রামে কাজ করতে আসা এক রাজমিস্ত্রির সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ওই কিশোরী রাজমিস্ত্রির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী পটুয়াখালীতে অবস্থান করছে।
পরে মেঘনা থানার এসআই মো. মোশাররফ হোসেন পুলিশের একটি টিম নিয়ে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় গতকাল সকালে অভিযান চালায়। এ সময় পটুয়াখালীর একটি যৌনপল্লী থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীর স্বীকার উক্তিতে জানা যায়, তার প্রেমিক তাকে যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো.মোশাররফ হোসেন জানান, প্রতারক ওই প্রেমিককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫