Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

স্কুল থেকে ফেরার পথে ভ্যানচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভ্যানচাপায় ফাতেমা খাতুন (৬) নামে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাত-আমরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। সে আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

আত্রাই থানার এসআই সাম মোহাম্মদ বলেন, শিশু ফাতেমা মায়ের হাত ধরে স্কুল

থেকে বাড়ি ফিরছিল। আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাত-আমরুল সাইদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হ্যাপি বলেন, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন