চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের ঘটনায় ১৫জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সীমা অক্সিজেন লি. নামে
সেখানে উদ্ধার কাজে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম সন্ধ্যায় বলেন, ‘এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।’
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫