Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

চট্টগ্রামের বালিশচাপা দিয়ে শাশুড়িকে হত্যা: মেয়ের জামাই গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

নগরীর বন্দর থানার কলসিদীঘির পাড় এলাকায় শ্বাসরোধে শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সকালে নগরীর ডবলমুরিংয়ের সুপারিওয়ালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মোহাম্মদ আজিম।

তার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার কলেজপাড়া এলাকায়। বাবার নাম মৃত আলী জোহর।এজাহার সূত্রে জানা যায়, গত দুই মাস আগে আজিমের বাসায় উঠেন তার

শাশুড়ি মঞ্জুরা বেগম।

মঞ্জুরা বেগমের এক ছেলে ও দুই মেয়ে। মেয়ে পারভীন আক্তার ইপিজেডে একটি গার্মেন্টসে চাকরি করেন। ছেলে আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মেয়ে পারভীন আক্তার তাকে চট্টগ্রামের বাসায় এনে রাখেন। এ নিয়ে তার স্বামী আজিমের সঙ্গে নানা সময় ঝগড়াঝাটি হতো। আজিম তার শাশুড়ি বাসায় থাকা নিয়ে মাঝে মাঝে স্ত্রী ও শাশুড়িকে মারধরও করতেন। গত রবিবার সকালে স্ত্রী পারভীন আক্তার গার্মেন্টসে চলে গেলে আজিম তার শাশুড়িকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে গলায় ওড়না পেঁচিয়ে লাশ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল তার ভগ্নিপতি আজিমকে আসামি করে থানায় মামলা করেন।বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আজ (সোমবার) ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়া এলাকা থেকে জামাই আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানিয়েছেন, আজিম তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন