Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

আমড়াখালীতে মদসহ ভারতীয় নাগরিক আটক

মনির হোসেন, বেনাপোল:
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে তপন মন্ডল (৪০) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।


আটক তপন মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল থানার নরহরিপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।


বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬আগস্ট)  রাত ৮টার দিকে আমড়াখালী

চেকপোস্টের সামনে বেনাপোল থেকে যশোরমুখী একটি লোকাল বাস তল্লাশি করেন বিজিবি সদস্যরা। এ সময় বাসের ভেতর থেকে সন্দেহভাজন তপন মন্ডল নামে একজন যাত্রীকে আটক করেন তারা। পরে তার কাছে থাকা কালো রঙের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই বোতল ভ্যাট ৬৯ এবং ২৪ প্যাকেট অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। আটক তপন মন্ডল পাসপোর্টের মাধ্যমে কৌশলে মদ নিয়ে বাংলাদেশে এসেছিলেন।


ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেছেন বিজিবি নায়েক জাহিদুর রহমান।#

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন