Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২ হাজার বিদ্রোহী

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহে রাশিয়া ও সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২,০০০ সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে সরকার। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌথ হামলায় সিরিয়া ও রাশিয়ার বহু যুদ্ধবিমান অংশ নিয়েছে।


শুধুমাত্র গতকাল, বুধবারের হামলাতেই অন্তত ১২০ জন নিহত হয়েছে বলে সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্র জানিয়েছে।

উত্তরাঞ্চলীয় হামা শহরের দিকে অগ্রসরমান বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো শক্তিশালী এই বিমান হামলায় বহু সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে।


আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিদ্রোহীরা ইতিমধ্যে উত্তরাঞ্চলীয় হামা শহর দখল করে নিয়েছে। তবে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, শহরের সর্বত্রই সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই।


সিরিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে যে, তারা হামার উত্তরে ধারাবাহিক কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এর মাধ্যমে তারা হামা শহরের বাইরে ২০ কিলোমিটার দীর্ঘ একটি নিরাপত্তা জোন তৈরি করতে সক্ষম হয়েছে।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন