Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

কোটি টাকায় বিক্রি হলো ঘনিষ্ঠ বন্ধুকে লেখা প্রিন্স ডায়ানার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:
২৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

যুবরাজ (বর্তমান রাজা) চালর্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন ডায়ানা। খবর দি ইন্ডিপেনডেন্টের।

 সুজি ও তারেক কাশেম গত প্রায় ২৫ বছর ধরে এ চিঠি যতœ করে রেখে দেন। সম্প্রতি তারা এ চিঠি নিলামে বিক্রি করেন।

ডায়ানার নামে দাতব্য প্রতিষ্ঠানে এ চিঠি বিক্রির অর্থ দান করেছেন সুজি ও তারেক কাশেম।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রিন্সেস

ডায়ানার একটি রাজকীয় গাউন নিলামে ছয় লাখ ডলারে বিক্রি হয়েছে। বেগুনি রঙের এই গাউনটির বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় ৬০ কোটি টাকারও বেশি।

প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। সবশেষ তিনি এটি পরেন ভ্যানিটি ফেয়ারের ফটোশুটে।

২৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন