Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

জাতিসংঘ প্রধানকে নিষিদ্ধ ঘোষণা করে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো




জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পারসোনা নন গ্রেটা’ আখ্যা দিয়ে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ বুধবার বলেছেন, গুতেরেস ইরানের মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন। খবর বিবিসির।


কার্টজের অভিযোগ, জাতিসংঘ মহাসচিব ‘ইসরায়েলবিরোধী’ এবং তিনি সন্ত্রাসী,

ধর্ষক ও খুনিদের সমর্থন দেন। তিনি দাবি করেছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুতেরেস কলঙ্কিত হয়ে থাকবেন।


মঙ্গলবার মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির ঘটনায় নিন্দা জানান জাতিসংঘের প্রধান, একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান।


মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনার দিকে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।


এ হামলার লক্ষ্য ছিল তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি। ইরান জানিয়েছে, গাজা ও লেবাননে হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।


ইরানের এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি ইরানকে সতর্ক করে বলেন, ইরান বড় ভুল করেছে, এবং এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে।


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের এই হামলার জবাব দিতে প্রস্তুত। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইসরায়েল এই হামলার জবাব দেয়, তাহলে আরও শক্তিশালী হামলা চালানো হবে।

১১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন