Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সিইসির সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮ দেশের রাষ্ট্রদূতরা বৈঠকে

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে রবিবার, মে ৪, ২০২৫
# ফাইল ফটো




প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা।


এ বৈঠকে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।


জানা গেছে, ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত

ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি রাষ্ট্রদূতদের এ বৈঠকে আলোচনার কথা রয়েছে।


যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই জানিয়ে আসছে যে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি।


বৈঠকের পর নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।

২১ দিন আগে রবিবার, মে ৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন