দেশের অর্থনীতি অবস্থা ভয়াবহ; বিভিন্ন খাতে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, অতীতে ব্যাংকের অডিট রিপোর্ট গর্ভনর ও ডেপুটি গর্ভনরের অনুমোদন ছাড়া প্রকাশ করা যেত না। তাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হতো।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ
সম্মেলনে এসব কথা বলেন তিনি।অর্থ উপদেষ্টা জানান, বাজেটের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, কিছু ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক, এটি উন্নতির পথে রয়েছে। তবে কিছু ব্যাংক টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাবে। তবে আমরা কোনো ব্যাংক বন্ধ করব না।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সঙ্গে নিয়ে অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫