অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা
বলেন, "২৬ মার্চ দেশের জন্য একটি গৌরবময় দিন। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ গোটা জাতি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।"তিনি আরও যোগ করেন, "চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। আমাদের উচিত এসব দিন যথাযথ মর্যাদায় পালন করা।"
অর্থ উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫