Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

সেনাবাহিনীর কর্পোরাল অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার যুবক

ডেস্ক রিপোর্টঃ
১৮ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

রাজবাড়ির কালুখালীতে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ডসহ হাসনাইন হোসেন মুন (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ। মঙ্গলবার কালুখালী থানার (ওসি) মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আটক মুন পাংশার মাগুরাডাঙ্গি গ্রামের মো. মিনার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, হাসনাইন গত তিন বছর আগে সেনাবাহিনীতে চাকরি করাকালে তার চাকরি চলে যায়। এরপর সে বাড়িতে এসে গত রোববার

মাগুরাডাঙ্গি এলাকায় গিয়ে সেনাবাহিনীর একজন কর্পোরাল অফিসার হিসেবে পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছিল।

এমন সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তারা সঙ্গে সঙ্গে কালুখালী থানা পুলিশকে খবর দেন। তখন পুলিশ সেখানে গিয়ে  তার শরীরের বিভিন্ন স্থান তল্লাশি করে সেনাবাহিনীর একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করে। এ সময় প্রতারণার করার কথা স্বীকার করেন সে।

এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কালুখালী থানার মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হবে।

১৮ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন