পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে পুলিশ পরিচয়ে কারখানায় ঢুকে সাড়ে ১০ টন হলুদসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টায় ওই ইউনিয়নের চরমিরকামারী গাং মাথাল গোরস্থান সংলগ্ন সরদার এন্টারপ্রাইজ হলুদ প্রসেস কারখানায় এ ঘটনা ঘটে।
নৈশপ্রহরী
ব্যবসায়ী আব্দুল গাফফার জানান, বুধবার রাত ১টায় প্রাইভেটকারে কয়েকজন লোক এসে নৈশপ্রহরীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গেট খুলতে বলে। এ সময় নৈশপ্রহরীরা গেট খুলে দিলে তাদের মুখ-হাত-পা বেঁধে ট্রাকে তুলে নিয়ে যায়। নৈশপ্রহরী মুক্তার হোসেন ও সিরাজ মালিথাকে পাবনা রেল স্টেশনের অদূরে সড়কে পাশে ফেলে সাড়ে ১০ টন হলুদসহ ট্রাকটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫