Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

রামপুরা থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
২২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

রামপুরা থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক এস এম মাহিন। 


সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি  রিয়াজ মাহমুদ  ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় রামপুরার থানা ছাত্রলীগের অন্তর্গত ২৩ ও ৯৮ নং ওয়ার্ড  ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

করা হয় ও একই সাথে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করে রামপুরার থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। 


নতুন কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন, সহ-সভাপতি রিয়াজ ফরাজী, সাধারণ সম্পাদক এস এম মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জনি। নবনির্বাচিত কমিটি ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 


এদিকে এই কমিটির সাথে সাথে রামপুরা থানা ছাত্রলীগের মাঝে ব্যাপক উৎসাহ ও  উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তরুণ নেতৃত্ব সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক এস এম মাহিনকে সকল সংগঠন ও অঙ্গ সংগঠন  সমূহ শুভেচ্ছা জানাচ্ছে।

২২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন