পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এমভি জাডোর নামের একটি মাদার ভেসেল এসেছে। গতকাল বুধবার রাতে জাহাজটি পটুয়াখালীর পায়রা বন্দরের আউটারে এসে পৌঁছায়। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবাধায়ক
বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। ১৮৯ দশমিক ৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ দশমিক ২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।
এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও দুটি জাহাজ পায়রা বন্দরে আসে।
১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫