Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো




রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল, সিফাত ও সানি। পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে তাদের আদালতে হাজির করা হবে।


গত শনিবার সকাল ১০টার দিকে জাহিদুল ও তার কিছু সহপাঠী ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আরেক

দল শিক্ষার্থী এসে অভিযোগ করে যে, তারা নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি বেধে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে।


কিন্তু ঘটনার কয়েক ঘণ্টা পরই জাহিদুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।


নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রোববার বনানী থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ৩০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

২৯ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন