ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
বিকেল ৩টায় শুরু হওয়া এই বিক্ষোভে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন।
গাজায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তারা ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এরপর ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে গাজায় মানবিক সহায়তা পাঠানো ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, ইসলামী আন্দোলনের সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আস সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমাদুল্লাহ এবং বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী প্রমুখ।
এই সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃত্বকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫