Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জনগণের রোষানল থেকে সরকার রেহাই পাবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার যতই ষড়যন্ত্র ও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, তারা জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’

বৃহস্পতিবার (১৮ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে। তারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানাভাবে

জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে। জামালপুর ও নেত্রকোনা জেলায় গায়েবি মামলায় গ্রেফতার, গ্রেফতারের উদ্দেশে নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশিসহ শেরপুর জেলায় ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের ওই নিষ্ঠুরতারই অংশ। এর আগে শেরপুরে জেলা সমাবেশের প্রস্তুতি সভার আগের রাতে ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠিতব্য সমাবেশকে বানচাল করাতে সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। তবে অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’

তিনি অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।



৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন