শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়েও সিনেমাপ্রেমীদের আগ্রহ প্রবল। কেননা গত চার বছর কিং খানের নতুন কোনো সিনেমা দেখেননি ভক্তরা। দীর্ঘসময় বড় পর্দা থেকে দূরে থাকার পর আগামী বছরের শুরুতেই ‘পাঠান’ সিনেমার সঙ্গেই কামব্যাক করবেন শাহরুখ।
এ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় থাকছেন কিং খান। যশরাজ ফিল্মসের এ সিনেমাতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। থাকছেন জন আব্রাহামও। আগামী ২ নভেম্বর
শাহরুখ খানের জন্মদিন। জানা গেছে, কিং খানে ৫৭তম জন্মদিনেই সামনে আসবে ‘পাঠান’-এর নতুন টিজার। জন্মদিনটা আরেকটু স্পেশাল করে তুলতে চায় ‘পাঠান’ টিম, এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এ সিনেমার ফার্স্ট লুক পোস্টারগুলো এরই মধ্যে ভক্তদের চমকে দিয়েছে।অ্যাকশন-প্যাক এ সিনেমাতে শার্টলেস শাহরুখকে দেখে অনেকটা অবাকই হয়েছেন দর্শক। ট্রেলার প্রকাশ হবে অচিরেই। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ‘পাঠান’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে।
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫