বলিউড অভিনেতা সুনীল শেঠি এবার নানা হতে চলেছেন। গত বছর ক্রিকেট তারকা কে এল রাহুল এবং সুনীলের কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি সাতপাকে বাঁধা পড়েন। সম্প্রতি জীবনের এই বিশেষ সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিতে ভুল করেননি এই দম্পতি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আথিয়া শেঠি নিজেই সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা হওয়ার সুখবরটি শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, আগামী
বছরই তাদের ঘরে আসবে সন্তান।ক্যাপশনে আথিয়া লিখেছেন, "আমাদের সুন্দর আশীর্বাদ শিগগিরই আসছে, ২০২৫।"
এই সুখবর পেয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন তাদের। আথিয়ার মা হওয়ার খবর জেনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, বণী কাপুর, এষা গুপ্তা এবং অন্যান্য সহকর্মীরা।
চলতি বছরের শুরুতেই গুঞ্জন উঠেছিল যে রাহুল-আথিয়া পরিবার পরিকল্পনা শুরু করেছেন। যদিও সেই সময়ে তারা এই খবরে কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন। মাস কয়েক আগে একটি রিয়েলিটি শো'র মঞ্চে মজার ছলে সঞ্চালিকা ভারতী সিংকে সুনীল বলেছিলেন, "পরের সিজনে যখন আসব, তখন আমি নানার মতো হেঁটে দেখাব।"
২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে রাহুল ও আথিয়ার পরিচয় হয়, এরপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫