Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

‘আমি তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই গায়ে ঘেঁষা যায়’

বিনোদন ডেস্ক:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সন্তানকে নিয়ে একাই বসবাস করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অনেকদিন হলো তার ঘরে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ নেই। দুজনের মধ্যে দূরত্ব এখন অনেক। এই তারকা জুটিকে নিয়ে জল কম ঘোলা হয়নি। তিন অভিনেত্রীর ভিডিও ও ছবি প্রকাশের ঘটনার পর শোবিজে যে ঝড় উঠেছিল তা অনেকটাই থেমে গেছে। কিন্তু নতুন করে আবারও রাজ-পরীর সম্পর্কের ইস্যু সামনে উঠে এসেছে। আর তা উসকে দিলেন পরীমণি নিজেই।

আজ

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

যেখানে তিনি লিখেছেন-
এভাবেই বছর পেরোবে,
কাল পেরোবেৃ
যেভাবে এখন মাস পেরিয়ে যায়!
কিছু তবু ফিরে পাওয়া যায় না।
এই যেমন আমি।
হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে।
আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

পরীর হৃদয় ভেঙে চলে গেলেন রাজ!

পোস্টটি করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে পরীভক্তদের ঝড় উঠেছে। কেউ তাকে বলছেন ‘পরীকবি’, আবার কেউ ‘জীবনানন্দী দাস!’

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ-পরীর দাম্পত্যকলহ ছিল টক অব দ্য টাউন। তবে সে আলোচনা কিছুটা স্তিমিত হলেও নতুন করে পরীর এই কাব্যিক স্ট্যাটাস আবারও চর্চায় নিয়ে এলো।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন