Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাবেক মন্ত্রী সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে এক বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সোমবার বিকেলে সাবের হোসেনকে আদালতে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাবের হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন

করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে, ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অভিযান চালানো হয় এবং ভাঙচুর করা হয়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চালানো হয়। এই ঘটনায় মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।


এ ঘটনায় মাহফুজুর রহমান নামে একজন ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবের হোসেন চৌধুরীও আসামি হিসেবে ছিলেন। এর আগে, রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন