বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৬ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে সোমবার এ
আদেশ দেন।অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।
সোমবার সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাফিজুল শিকদার নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫