Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

তিন দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (২২ জানুয়ারি) ঢাকার একটি আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও

থানা পুলিশ। ওই দিন তাকে একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।


ছাত্র-জনতার আন্দোলনের চাপে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। তার পদত্যাগের পর মন্ত্রিসভার অনেক সদস্য, আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে যান। তাদের মধ্যে অনেকেই দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ গ্রেফতার হয়েছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক নেতাকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।


আতিকুল ইসলামের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। সেগুলো হলো—মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলা, এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। প্রতিটি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন