Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

দুদকের মামলায় কারাগারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

দুদকের প্রাথমিক তদন্তে জাকিরের নামে বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (এফডিআর) রসিদ, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির তথ্য পাওয়া যায়। অবৈধভাবে ১৫ কোটি ৮৮ লাখ টাকা অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জাকির তার আইনজীবীর মাধ্যমে মামলায় জামিন চেয়ে আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের

বিচারক (ভারপ্রাপ্ত) এ আদেশ দেন।

জাকির এর আগে কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক তদন্তে জাকিরের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (এফডিআর) রসিদের তথ্য, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির তথ্য পেয়েছে। যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছিলেন।

অনুসন্ধানের পর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত বছরের ১৪ মার্চ ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মো. জাকিরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণীতে আর বলা হয়েছে, আসামিরা আরও অনেক অবৈধ সম্পদ অর্জন করেছে, যেগুলোর আয়ের উৎস উল্লেখ নেই।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন