Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ১৯৯ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে।


মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এই ঘোষণা দেন।


স্টেট ডিপার্টমেন্টের

দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদানের ৭০ মিলিয়ন মার্কিন ডলার স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ থেকে এবং বাকি ১২৯ মিলিয়ন মার্কিন ডলার ইউএসএআইডি থেকে দেওয়া হবে। ইউএসএআইডি-এর অনুদানের মধ্যে ৭৮ মিলিয়ন মার্কিন ডলার দেশটির কৃষি বিভাগ থেকে আসবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে রক্ষা করবে এবং শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করতে সহায়ক হবে।


উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক অনুদান প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে এসেছে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে এক দশমিক তিন বিলিয়ন ডলার এসেছে পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ থেকে।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন