Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করবে কমিশন: সিইসি

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংস্কার কমিশন প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।


শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সর্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।


এ এম এম নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা

গ্রহণ করবে নির্বাচন কমিশন।


তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সকলকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সকল প্রবাসীকে পর্যায়ক্রমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


এছাড়া, একদিনে সব স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, এটি বাস্তবায়ন করা কঠিন হবে।


এ সময় এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশন। তবে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি, এবং তা নীতিমালার ভিত্তিতে হতে হবে।


ভোটার আইডি সংশোধনে বিগত সময়ে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন