Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইউক্রেনকে সামলানো রাশিয়ার চেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প উল্লেখ করেন যে, রাশিয়ার সাথে তার দেশের যোগাযোগ বেশ ভালো চলছে। তিনি বলেন, মস্কোর তুলনায় কিয়েভকে সামলানো তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং হতে পারে।


এই

মন্তব্যের কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প রাশিয়ার ব্যাংকিং খাতের ওপর বড় আকারের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপেরও পরিকল্পনার কথা জানান। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিয়েভের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এদিকে, আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা এই বৈঠকের আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


ওভাল অফিসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, “রাশিয়ার সাথে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করার জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে যাচ্ছি। আগামী সপ্তাহে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি সেখানে উপস্থিত থাকব।”


তবে ইতিমধ্যে ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা প্রদান বন্ধ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কিছু স্যাটেলাইট চিত্রে প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার এই তথ্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তর্কাতর্কির এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই বৈঠকের পর ট্রাম্প অভিযোগ করেন যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছেন।


ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করতে চান বলে তিনি বিশ্বাস করেন। তবে ইউক্রেনের বিষয়ে তিনি একই রকম নিশ্চিত নন। ট্রাম্প বলেন, “ইউক্রেন শান্তিপ্রক্রিয়ায় আসতে চায় কিনা তা আমি জানতে চাই। তবে আমি নিশ্চিত নই যে ইউক্রেন সত্যিই এটি চায় কিনা।”

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন