সৌদি আরব ভিসা ও ইকামাসহ সাতটি সেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবসারের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে প্রবেশ ও বহির্গমন ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩.৫ রিয়াল। আর বসবাসের অনুমতি এবং চূড়ান্ত বহির্গমন ফি পুনর্বিবেচনা করে যথাক্রমে ৫১.৭৫ রিয়াল এবং ৭০ রিয়াল
করা হয়েছে।এছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে ২৮.৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ৬৯ রিয়াল।
আবসারের একটি পোস্টে জানানো হয়েছে, ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশ করার পর কেউ যদি হারিয়ে যান, তবে তাকে আমন্ত্রণকারী ব্যক্তি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন। তবে এই রিপোর্ট দাখিলের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো, ভিসাটি হতে হবে ব্যক্তিগত অথবা পারিবারিক ভ্রমণ ভিসা, এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করা যাবে না।
এছাড়া, আবেদনকারী এক ব্যক্তি কেবল একটি রিপোর্ট করতে পারবেন, এবং রিপোর্ট দাখিলের পর তা প্রত্যাহার করা যাবে না।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫