Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

লিড নিউজ

রাশিয়া থেকে এলো ৫২৫০০ মেট্রিক টন গম

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিপুল এই গমের চালান নিয়ে এমভি পার্থ নামের একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।


এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া  থেকে এই গম আমদানি করা হয়েছে। ইতোমধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে।

সেই সঙ্গে দ্রুততম সময়ে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।


তবে ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

২২ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন