চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো দলের মধ্যে প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জয়ী হয় বার্সেলোনা। যদিও গোলের ব্যবধান ছিল কম, তবুও এই জয় কাতালান ক্লাবটিকে শেষ আটে যাওয়ার পথে এগিয়ে রাখে।
দ্বিতীয় লেগে ঘরের মাঠে আরও শক্তিশালী হয়ে উঠে বার্সেলোনা। ৩-১ গোলে জয়ী হয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয়। ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া
দুটি গোল করে জয়ের নায়কে পরিণত হন। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে প্রতিপক্ষকে বিদায় জানায় বার্সেলোনা।মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১ মিনিটে প্রথম গোলটি করে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। তবে মাত্র এক মিনিট পরেই নিকোলাস ওটামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা।
২৭ মিনিটে লামিনে ইয়ামালের গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা, ২-১। এরপর ৪২ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন, যা বার্সেলোনার বড় জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা শেষ আটে উত্তীর্ণ হয়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫