Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুঁজিবাজারের সংকট মোকাবিলায় নতুন কোনো নীতিমালা গ্রহণ করা হবে না। তবে বর্তমান পরিস্থিতি উন্নয়নের জন্য সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হবে।


মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, পুঁজিবাজারের সংস্কারের

মাধ্যমে তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোর শিল্পখাতগুলো লং টার্ম ফাইন্যান্সিং পুঁজিবাজার থেকে পেয়ে থাকে। আমাদের দেশে ব্যাংকের টাকাই মূলত জনগণের সঞ্চিত অর্থ। তাই বড় এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে।”


তিনি আরও জানান, “আজকের বৈঠকে আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুবিধা-অসুবিধাগুলো শুনেছি। ইতিমধ্যে কিছু সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেয়ারবাজারের ওঠানামার ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় বাজারের রিফর্ম প্রক্রিয়ার কারণে শেয়ারমূল্য কমে যায়। তবে কারও ব্যক্তিগত স্বার্থে কোনো নীতি গ্রহণ করা হয়নি, যা অতীতে হয়ে আসছিল।”


ডিএসই পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর প্রতিনিধিরা।

১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন