Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম শিকারী বলেন, ‘উপজেলার পাঁচরুখীতে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা চলাকালে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী

আহত হয়।’


তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে এসে লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।’


আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ‘পুলিশ অযথা আমাদের ওপর হামলা করলে ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
পুলিশের দিকে পাটকেল ছুড়ছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: আমাদের সময়

 আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ‘বিএনপির নেতাকর্মীরা পাঁচরুখী মহাসড়কে অবস্থান করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদেরকে সরে যেতে বললেও তারা রাস্তা ছাড়েনি। একপর্যায়ে আমরা তাদের রাস্তা থেকে তুলে দেই। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

ওসি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ ৪০ রাউন্ড গুলি ও তিনটি  টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের তিন সদস্য আহত হয়েছেন।’

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে কর্মসূচি পালন করছিল। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যরা ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের ইটপাটকেলে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন