Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছিল। সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুল বলেন, বিএনপি করার অপরাধে লাখ লাখ নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। এখন বাড়িতে পুলিশ না যাওয়ার চেয়ে বড় শান্তি আর কিছু নেই।


তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শুধু জিয়াউর রহমান,

কারণ শেখ মুজিবুর রহমান যেখানে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন, সেখানে জিয়াউর রহমান সব দলকে পুনর্বাসন করেছিলেন।


বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রের জন্য জনগণ দীর্ঘদিন ধরে লড়াই করেছে। আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ওপর নির্যাতন শুরু হয়েছে। তারা এত বড় পাপ করেছে যে শেখ হাসিনার পালানোর ছাড়া কোনো উপায় ছিল না।


তিনি বলেন, বিএনপি ১৫ বছর সংগ্রাম করে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আর শেখ হাসিনা বাংলাদেশে যা ঘটেছে, তা উগ্রবাদী বিদ্রোহ হিসেবে অপপ্রচার করছে।


মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের এমন সংস্কার বা পরিবর্তন প্রয়োজন, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৌকা নয়, দেশের মানুষ সত্যিকারের পরিবর্তন চায়।

২৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন