Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

পুলিশের ফাঁদে আটক জিনের বাদশা

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ‌'জিনের বাদশাকে' আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) ওই গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের

ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকালে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জিনের বাদশাকে আটক করে। জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর কাছ থেকে প্রতারক সহিদ জিনের ভয় দেখিয়ে ৮ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন।

এসপি শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

১৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন