Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

 ফেনীতে দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আবুল বাশার (৪৫) নামে যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩ মে) দুপুরে ফেনী-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাশার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামের আবদুল মুনাফের ছেলে। তিনি পেশায় ভ্যানগাড়ির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে

জানা গেছে, দাগনভূঞা উপজেলার রাজাপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিল। সেটি বিরলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার চালক-যাত্রীসহ ছয়জন আহত হন।

আহতদের ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে দুজনকে ভর্তি করেন এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন