Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে : ইসি

ডেস্ক রিপোর্ট:
১০ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আমরা তো যথেষ্ট প্রার্থী দেখছি। স্বতন্ত্র প্রার্থী আছেন। অধিকাংশ জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা শক্তি ও সামর্থ্য রাখেন। আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভার আগে নির্বাচন কমিশনার সাংবাদিকদের এসব

কথা বলেন।


এসময় আনিছুর রহমান ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানোর প্রসেঙ্গ বলেন, আমাদের পরিপত্রে পরিষ্কার লেখা আছে ভোটের দিন স্বাভাবিক কেন্দ্রগুলোতে ভোটের আগে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। আর যেগুলো দুর্গম যেমন- চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, হাওরবেষ্টিত এলাকা সেখানে রিটার্নিং অফিসার ও তার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপারের সঙ্গে পরিকল্পনা করে ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে একটা প্ল্যান পাঠাবেন। সেখানে সম্ভাব্য দূরত্ব, সম্ভাব্য সময় এগুলো উল্লেখ করতে হবে। পরিকল্পনাগুলো আমাদের কাছে পাঠালে কমিশন এগুলোকে এ্যাপ্রুভ করে দেবে এবং সেগুলোতে যথাযথ নিরাপত্তার মাধ্যমে আগেরদিনই পৌঁছে যাবে। যেহেতু আমরা ৩০ তারিখ পর্যন্ত ব্যালট পেপার ছাপাব, তাই এরপর আমরা পাঠানোর ব্যবস্থা করব। যথাসময়ে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। 


সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হলে কোথায় অভিযোগ করতে হবে এই প্রশ্নের উত্তরে আনিছুর রহমান বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম জানাতে হবে। পাশাপাশি আমাদেরও (নির্বাচন কমিশন) জানাতে পারেন। আমরা জানলেও তাদের (রিটার্নিং কর্মকর্তা) কাছ থেকে রিপোর্ট নেব। একটা ঘটনা ঘটলেই তো শোনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় না। সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত বা অনুসন্ধানের প্রয়োজন হয়। যদি এরকম কেউ করে আমরা ছাড় দেব না।

১০ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন