Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ধ্বংস নয়, রাশিয়াকে পরাজয় করতে চান ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক:
৭ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ইউক্রেনে রাশিয়াকে ধ্বংস নয় পরাজিত করতে চান বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন থেকে ফিরে আসার পর ফরাসি সংবাদপত্র জেডিডি, লে ফিগারো এবং ফ্রান্স ইন্টার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আকাঙক্ষার কথা বলেন। সাক্ষাৎকারে তিনি মিত্রদের ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন,

আমি চাই রাশিয়া ইউক্রেনে পরাজিত হোক এবং আমি চাই ইউক্রেন তার অবস্থান ধরে রাখতে সক্ষম হোক।
‘আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত এ যুদ্ধ সামরিকভাবে শেষ হবে না’-  তিনি যোগ করেন।

তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, কোনো পক্ষই সংঘাতে পুরোপুরিভাবে বিজয়ী হতে পারবে না।
তিনি আরও বলেন, ‘কিছু লোক আছেন যারা রাশিয়াকে ধ্বংস করতে চায়। এটি ফ্রান্সের অবস্থান ছিল না এবং এটি কখনই হবে না।’

প্রসঙ্গত, ইউক্রেন-রুশ যুদ্ধের বছরপূর্তি হতে যাচ্ছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়। এখনও যুদ্ধ শেষ হওয়ার নাম নেই।

৭ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন