Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

পিএসএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরায় নাসিম শাহকে ১০ শতাংশ জরিমানা

স্পোর্টস ডেস্ক:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম সংস্করণের তৃতীয় ম্যাচে ভুল হেলমেট পরেছিলেন নাসিম শাহ। জানা গেছে, পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে গিয়েছিলেন নাসিম। যে ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এই ঘটনা নজরে আসায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পিসিবি।'ভুল হেলমেট' পরার অপরাধে ২০ বছর

বয়সী নাসিমকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।
এবার বিপিএলে নাসিম শাহর দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের এই দলের প্রেমে এতটাই মজেছেন পাকিস্তানি পেসার, সঙ্গে করে নিয়ে গেছেন হেলমেট। এতটুকু পর্যন্ত হয়তো ঠিক ছিল। নাসিম চাইলে কোনো দলের জার্সি বা হেলমেট সংগ্রহে রাখতেই পারেন। বিপত্তি বেঁধেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে যাওয়ায়।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন