২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি, যা এখনও ব্রাজিলিয়ানদের হৃদয়ে পোড়ায়। এবার ব্রাজিলের মতোই সেভেনআপের শিকার হলো বসনিয়া। উয়েফা নেশন্স লিগের সর্বশেষ ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।
ইতিমধ্যেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল জার্মানি। তবে এই ম্যাচটি তাদের জন্য ছিল গ্রুপের শীর্ষস্থান
ধরে রাখার লড়াই। সেই লক্ষ্যে প্রতিপক্ষকে একেবারে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে জার্মানরা। ৭-০ গোলের এই জয় উয়েফা নেশন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে রেকর্ড করেছে।রেকর্ড গড়া এই ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস ও টিম ক্লেইনডিয়েনস্ট। এছাড়া একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ এবং লেরয় সানে।
ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। এরপর ২৩তম মিনিটে ব্যবধান বাড়ান ক্লেইনডিয়েনস্ট। বরুসিয়া মনশেনগ্লাডবাখের এই ফরোয়ার্ড গত মাসে বসনিয়ার বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেছিলেন এবং এবার একই দলের বিপক্ষে নিজের প্রথম গোলটি করেন।
এই বিশাল জয়ের ফলে গ্রুপ এ৩-এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে জার্মানি। তাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। জার্মানির গ্রুপপর্বের পরবর্তী ম্যাচ মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫