Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

পাঠ্যবইয়ে যে ৫ পরিবর্তন আসছে

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর প্রশাসন, বিচার বিভাগ, পুলিশসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের তালিকায় রয়েছে পাঠ্যপুস্তকও, যেখানে আসছে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন।


আগামী বছরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ের প্রচ্ছদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ছবি এবং উক্তিগুলো বাদ দেওয়া হচ্ছে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, ইতিহাসে যার যেমন অবদান, সেটি সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হবে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের ভূমিকা যুক্ত করা হবে। আরও কয়েকটি পরিবর্তন নিয়ে বিবিসি বাংলায় এই আলোচনা।


তিনি জানান, ২০২৪ সালের পাঠ্যপুস্তকটি ২০১২ সালের কারিকুলামের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এর ফলে, বিভিন্ন শ্রেণির বইয়ে গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন থাকবে।


গণঅভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত হচ্ছে

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীরা প্রতিবাদের ভাষা হিসেবে দেয়াল চিত্র ব্যবহার করে। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকে, যা তখনকার সময়ের প্রতীক হিসেবে দাঁড়ায়।


এনসিটিবি কর্মকর্তারা জানিয়েছেন, সব বইয়ে নয়, কিছু নির্দিষ্ট বইয়ে গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবিগুলো অন্তর্ভুক্ত করা হবে। ২০২৪ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু পাঠ্যবইয়ে এই গ্রাফিতি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শেখ হাসিনার উক্তি বাদ দেওয়া হবে

বর্তমান পাঠ্যবইয়ের প্রচ্ছদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি বাদ দেওয়া হবে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, “এগুলো অপ্রাসঙ্গিক এবং শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ধারণা সৃষ্টি না হয়, সে জন্য এগুলো বাদ দেওয়া হচ্ছে।”


বইয়ের প্রচ্ছদে চিরন্তন কিছু বাণী যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।


ইতিহাসের বিষয়বস্তুতে পরিবর্তন

বাংলাদেশের বিভিন্ন শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ভূমিকা বেশি প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য ইতিহাস সংশোধন করা হচ্ছে, যাতে জিয়াউর রহমানসহ অন্যান্যদের ভূমিকা সঠিকভাবে প্রতিফলিত হয়।


এনসিটিবি চেয়ারম্যান বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুকু অবদান, সেটাই দেওয়া হবে।”


গণঅভ্যুত্থানে নিহতদের অন্তর্ভুক্তি

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। তবে মন্ত্রণালয়ের অনুমোদন এখনও আসেনি। চেয়ারম্যান বলেন, “এ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।”


মূল্যবোধের বিষয় যুক্ত হবে

আগামী বছরের পাঠ্যবইয়ে দেশের মূল্যবোধ এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে। চেয়ারম্যান বলেন, “কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে আঘাত করা যাবে না।”


এসব পরিবর্তনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং মূল্যবোধ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন