Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হলে সবাইকে সাম্প্রদায়িক সংকীর্ণতা পরিহার করে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে যারা আইন পেশার সঙ্গে জড়িত, তাদের ন্যায়বিচারের পথে থেকে সমাজের অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে, যাতে সমাজে মানবাধিকার, শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠা করা যায়।


রোববার

(১৩ অক্টোবর) টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটির উদ্দেশে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তিনি।


প্রধান বিচারপতি তার শুভেচ্ছা বার্তায় আরও বলেন, আবহমানকাল থেকে ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলের অংশগ্রহণে শারদীয় উৎসব উদযাপনের যে ঐতিহ্য রয়েছে, তা আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহিষ্ণুতা ও একসঙ্গে চলার শিক্ষা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দৃষ্টান্ত আমাদেরকে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করে। একইসঙ্গে সামাজিক দায়িত্ববোধ, অর্থাৎ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষার প্রতিশ্রুতিও নতুন করে স্মরণ করিয়ে দেয়।


এর আগে, শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপসহ কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।


পূজামণ্ডপ পরিদর্শনকালে এবং দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা এবং স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন।

৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন