Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

২০২৫ সালের শেষে বা ২০২৬ এর জানুয়ারিতে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।


এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং ভোটার তালিকা

সঠিকভাবে প্রণয়নের ওপর ভিত্তি করে ২০২৫ সালের শেষ নাগাদ অথবা ২০২৬ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।


তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ অনেকটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের সুপারিশ এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর। ভোটার তালিকা হালনাগাদ করার কাজটিকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, “গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, তাদের সবার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা জরুরি। এছাড়া, বিগত তিনটি নির্বাচনে ভোটারদের সঠিক অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় কাজটি আরও জটিল হয়ে উঠেছে। নতুন প্রজন্মের বহু তরুণ-তরুণী এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। তাই তাদের এই অধিকার যেন স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।”


তিনি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করা একটি বড় ও কঠিন কাজ। তবে সঠিকভাবে এই কাজ সম্পন্ন করতে পারলে দেশের গণতন্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন