Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

পাল্লা দিচ্ছেন দীপিকাকে, সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় কিয়ারা আদভানি!

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




অভিনয় দিয়ে নিজেকে বলিউডের প্রথম সারিতে নিয়ে এসেছেন কিয়ারা আদভানি। এখন তিনি পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন। জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিয়ারা, তিনি মা হতে চলেছেন। এই সিদ্ধান্তের কারণে সম্প্রতি তিনি একটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন।


ডন ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করার কথা ছিল তার, কিন্তু সেই ছবি থেকে সরে গেছেন কিয়ারা। তবে এই সিদ্ধান্তে তার কোনো

আফসোস নেই। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন তিনি। দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকার সঙ্গে পাল্লা দিতে চলেছেন কিয়ারা।


এবার তাকে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে। ছবিটির নাম ‘টক্সিক’। জানা গেছে, এই ছবির জন্য তিনি ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এই ছবির মাধ্যমেই তিনি কন্নড় চলচ্চিত্র জগতে পা রাখছেন। তবে কিয়ারার আগেই এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য তিনি ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে, কিয়ারা ‘টক্সিক’ ছবির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন।


প্রিয়াঙ্কা চোপড়াকেও এবার দেখা যাবে দক্ষিণী ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন বলে জানা গেছে।


উল্লেখ্য, ‘টক্সিক’ ছাড়াও হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতেও কিয়ারা আদভানিকে দেখা যাবে।

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন