Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নতুন মামলায় সালমান-আনিসুলসহ ৫ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর চারটি থানায় দায়ের হওয়া পৃথক মামলায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে গ্রেফতার দেখানোর জন্য আদালত আদেশ দিয়েছেন।


গ্রেফতার দেখানো এই ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি

ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।


বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করলে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আবেদন মঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এদের মধ্যে কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার একটি মামলায়, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে খিলগাঁও থানার একটি মামলায়, সালমান এফ রহমানকে মিরপুর থানার একটি মামলায়, আনিসুল হককে মিরপুর ও উত্তরা পূর্ব থানার দুটি মামলায় এবং জাহাঙ্গীর আলমকে লালবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


গত ১৩ আগস্ট, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নের সময় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।


গত ১৮ অক্টোবর রাতের দিকে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এবং ১৯ অক্টোবর তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।


২১ অক্টোবর রাতে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়। মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়ার হত্যার অভিযোগে এই মামলায় ২২ অক্টোবর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।


অন্যদিকে, গত ১ অক্টোবর গুলশান এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন