Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে রিভিউ শুনানি ১৯ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে রিভিউ শুনানির তারিখ আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করেছে আপিল বিভাগ। বিএনপি ও জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এই নতুন তারিখ ধার্য করেন।


এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় আবেদন করেন। একই বিষয়ে জামায়াতও একটি

আবেদন করে। শুনানিকালে আপিল বিভাগ উল্লেখ করে, পঞ্চদশ সংশোধনীর মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক আছে কি না, তা বিচার করা হবে। আদালত আরও জানান, ১৯ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে এবং ওই দিন নতুন করে সময় চাওয়া হলে তা আর দেওয়া হবে না।


গত ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করে। জামায়াতের পক্ষে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই আবেদন জমা দেন, যা নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৬ অক্টোবর একই বিষয়ে রিভিউ আবেদন করেন। এছাড়া, আগস্ট মাসে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার পৃথক রিভিউ আবেদন জমা দেন।


উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। তবে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত পরবর্তী দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার সুযোগ রাখার সুপারিশ করেছিলেন। রায়ে বলা হয়েছিল, সংসদে ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন